January 24, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট হত্যার বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট হত্যার বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট হত্যার বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন


জসিম উদ্দিন ইতিঠাকুরগাঁও প্রতিনিধি: হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. সাইফুল ইসলাম হত্যা মামলার আসামিদের দ্রæত দৃষ্টান্তমূলক শাস্থির দাবিতে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলা মেডিকেল টেকনোলজিস্ট ক্লাব। 
রোববার সকালে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। 
এসময় বক্তারা বলেন, তুচ্ছ ঘটনায় ২৮ ডিসেম্বর দুপুরে প্রকাশ্যে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ল্যাব টেকনোলজিস্ট সাইফুল ইসলামকে হত্যা করা হয়। এমন ঘটনা যেন এই দেশে আর না হয় সেজন্য আসামীদের দৃষ্টান্তমূলক শাস্থির দাবি জানাই।
বক্তারা আরও বলেন, হাসপাতালের চিকিৎসক ও টেকনোলজিস্টদের সুরক্ষায় আইন করতে হবে। সম্প্রতি ঘটে যাওয়া নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্তবধায়কের ওপর হামলাসহ কয়েকটি ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটে চলছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা মেডিকেল টেকনোলজিস্ট ক্লাবের সভাপতি ফনিন্দ্রনাথ মন্ডল, সিনিয়র