June 19, 2021

Jagobahe24.com news portal

Real time news update

হরিপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

হরিপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

হরিপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

জে.ইতি ,হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হরিপুর শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদবেদি। এর আগে সন্ধ্যা থেকে একুশের গান, একুশের কবিতা, আবৃত্তি ও শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে শহীদ মিনার চত্বর।
নৈরাজ্য-নাশকতার বিরুদ্ধে মুক্তিকামী মানুষ আবদ্ধ হন ঐক্যের বন্ধনে। সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে স্লোগান, জেগে ওঠার আহ্বান আর বদলে যাওয়ার জয়গানে মুখরিত হয়ে ওঠে হরিপুর উপজেলার শহীদ মিনার চত্বর গুলো।
রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলার পদস্থ কর্মকর্তাগণ উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, স্বেচ্ছাসেবক কমিটি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠনসহ প্রায় শতাধিক রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক, পেশাজীবী ও শ্রমজীবী সংগঠন শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।