September 21, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

হরিপুরে উপজেলা আ'লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

হরিপুরে উপজেলা আ'লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

হরিপুরে উপজেলা আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠন। উপজেলা চত্তর থেকে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সভা করে আ’লীগের নেতৃবৃন্দ।
এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য, রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী, আমগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পাভেল তালুকদার, হরিপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শিখা রহমান, আমগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু সাইম আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মুকুল হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী সে সময় উপস্থিত ছিলেন।