June 19, 2021

Jagobahe24.com news portal

Real time news update

হরিপুরে ভুয়া সাংবাদিক আটক

হরিপুরে ভুয়া সাংবাদিক আটক

হরিপুরে ভুয়া সাংবাদিক আটক

জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গত শুক্রবার রাতে লিটন আলী ওরফে নয়ন নামে এক ভুয়া সাংবাদিক কে আটক করেছে হরিপুর থানা পুলিশ।
আটক ভুয়া সাংবাদিক উপজেলার যাদুরাণীবাজার নন্দগাঁও এলাকার সজিবুর রহমানের ছেলে।
এবিষয়ে হরিপুর থানা অফিসার ইনচার্জ আওরঙ্গ জেব বলেন, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার মন্নাটুলি বাজারে এক ফার্মেসির দোকানে নিজেকে ঢ়ধফসধ২৪ নিউজ চ্যানালের সাংবাদিক পরিচয় দেয় এবং সে সেই ফার্মেসির দোকানে অপরাধমূলক উদ্দেশ্যে তল্লাশি কার্যক্রমের নামে দোকানির সঙ্গে অসভনীয় আচরণ করে।
তার অসভনীয় আচরণ সন্দ হলে পুলিশকে খবর দেয়। ঘটনার স্থল থেকে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
প্রাথমিকভাবে সে তার অপরাধ শিকার করেছে। তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।