November 29, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

ঝিনাইদহে বেতন বৈষম্যে নিরসনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে

ঝিনাইদহে বেতন বৈষম্যে নিরসনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে

ঝিনাইদহে বেতন বৈষম্যে নিরসনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে

ঝিনাইদহঃ
বেতন বৈষম্যে নিরসনের দাবিতে ৪র্থ দিনের মত কর্মবিরতি পালন করেছে ঝিনাইদহের স্বাস্থ্য সহকারীরা। সোমবার সকাল থেকে শহরের পুরাতন হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলায় এ কর্মবিরতি পালন করছে তারা। গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচী চলছে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত। কর্মবিরতি দিয়ে তারা অফিস প্রাঙ্গনে বিক্ষোভ ও সমাবেশ করছেন। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি আব্দুর রাকিব, সাধারণ সম্পাদক কাজল কুমারসহ অন্যান্যরা। এসময় বক্তারা, স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি মোতাবেক স্বাস্থ্য পরিদর্শকদের ১১ তম, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১২ তম এবং স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেডসহ বেতন বৈষম্য নিরসনের দাবি জানান।