September 22, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

ঝিনাইদহে হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ-
ঝিনাইদহের হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবায় মানোন্নয়ন ও আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে ‘করোনা স্কোয়াড’ নামের একটি সংগঠন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, করোনা স্কোয়াডের সদস্য তানভীর আহমেদ অভি, জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি রুবেল পারভেজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইকরামুল হক লিকু, শাহিনুর রহমান লিটন প্রমূখ। এসময় বক্তারা বলেন, জেলার হাসপাতালে আইসিইউ না থাকার কারণে করোনা ও অন্যান্য রোগে আক্রান্ত মুমুর্ষ রোগিদের বাইরে পাঠানো হচ্ছে। এজন্য বাড়তে মৃত্যুহার। তাই বক্তারা, দ্রুত হাসপাতালের মানোন্নয়নসহ আইসিইউ স্থাপনের দাবি জানান।