June 18, 2021

Jagobahe24.com news portal

Real time news update

বীরগঞ্জে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে ১৫ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টায় পৌরসভার সভাকক্ষে বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুলের সভাপতিত্বে বীরগঞ্জ পৌরসভা ও ৫ নং সুজালপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন, নিরাপদ খাদ্য ও সানিটারী পরিদর্শক মোঃ ফরিদ-বিন ইসলাম, বীরগঞ্জ,প্যানেল মেয়র মোঃ মেহেদী হাসান, ৫নং সুজালপুর ইউপি চেয়ারম্যান জনাব মহেশ চন্দ্র রায়। প্রধান অতিথি কোন প্রকার ভয়ভীতি ও কুসংস্কার মনে লালন না করে ৪০ বছরের উর্দ্ধে সবাইকে কোভিড-১৯ টিকার ১ম ডোজ রেজিষ্ট্রেশনের মাধ্যমে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে গ্রহণের নেওয়ার আহ্বান জানান । বিশেষ অতিথি স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন বলেন কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই কোন প্রকার ভয় না করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে কোভিড-১৯ টিকার ১ম ডোজ গ্রহণের জন্য যোগাযোগ করতে আহ্বান জানান।