September 16, 2024
সারাদেশ

রংপুরে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ

আসানুল আরেফিন তিতু,রংপুরঃ রংপুরে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশর কর্মসূচি পালিত হয়।রংপুর প্রেসক্লাব চত্তরে অনুষ্ঠিত এ সমাবেশে সংগঠনের জেলা আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু,এমদাদুল হক বাবু,আবুল হোসেন প্রমূখ।নেতৃবৃন্দ বলেন একক খাত হিসেবে অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান কৃষির এবং সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থানের ক্ষেত্র হলো এই কৃষি।কিন্তু বাজেটে সবসময় এই খাত অবহেলিত। বাম্পার ফলন হলেও লাভজনক দামে বিক্রি করতে না পারায় কৃষকের কষ্ট যায় না।মধ্যস্বত্বভোগীরা কৃষকের লাভ কেড়ে নেয়।তাই হাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে কৃষকের ফসল ক্রয়ের জন্য বরাদ্দ দিতে হবে। সার,ডিজেল,বীজসহ সকল কৃষি উপকরণ ক্রয়ে ভর্তুকি দিতে হবে।এছাড়াও কৃষি রক্ষায় সংগঠনের উত্থাপিত ১৫ দফা বাস্তবায়ন করতে হলে কৃষিখাতে ৪০ভাগ বরাদ্দ দিতে হবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments