September 16, 2024
সারাদেশ

বুধবার থেকে শুরু হলো আন্তঃদেশীও মৈত্রী এক্্রপ্রেস ট্রেনের যাত্রা

আল মামুন মিলন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ (০১জুন) বুধবার থেকে বানিজ্যিকভাবে যাত্রা শুরু হলো আন্তদেশীয় মিতালী এক্্রপ্রেস ট্রেনের। ট্রেনটি ভারতের নিউ জ্বলপাইগুড়ি ও ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের মধ্যে চলাচল করবে। এই ট্রেন চলাচলের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে রেলযোগাযোগ ব্যাবস্থার আরও একটি সুফল বয়ে আনলো। এটি নিয়ে তৃতীয় আন্তদেশীও ট্রেন চালু হলো দু’দেশের।এর আগে মৈত্রী ও বন্ধন নামে দুটি ট্রেন চালু হয়েছিলো। ট্রেনটি চলাচলে সময় লাগবে মোট ৯ ঘন্টা ৫৫ মিনিট। সপ্তাহে ৪ দিন চলাচল করবে ট্রেনটি। এরমধ্যে ভারত থেকে রবি ও বুধবার। বাংলাদেশ থেকে সোম ও বৃহস্পতিবার। ভাড়া এসি বার্থ ৫ হাজার ২৫৫, এসি সিট ৩ হাজার ৪২০,এসি চেয়ার ৭ হাজার ৭৮০ টাকা।
বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে যাত্রা শুরু হয়ে বিকেল ৪ টায় পার্বতীপুর রেলওয়ে স্টেশনে পৌছলে জনতার মাঝে উৎসব আমেজ দেখা দেয় স্টেশন চত্বরে। ট্রেনটির আগমনকে ঘিরে এসময় নানা শ্রেনী পেশার মানুষ ফুল দিয়ে স্বাগত জানান আগত যাত্রী ও স্টাফদের। মিষ্টিমুখ করা হয় উপস্থিত সাধারন যাত্রীদের। চিলাহাটি হলদিবাড়ী রুট হয়ে পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনটিতে যাত্রা বিরতির সুবিধা পাবে ট্রেনটি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments