February 25, 2024
সারাদেশ

পীরগ‌ঞ্জে সড়ক দূর্ঘটনায় ফুটবল খে‌লোয়ার মাসুম নিহত

পীরগ‌ঞ্জ (রংপুর) প্রতি‌নি‌ধিঃ রংপু‌রের পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় পীরগঞ্জ ফুটবল একা‌ডে‌মির ফুটবলার মাসুম নিহত। (ইন্ন‌া‌লিল্লা‌হি ওয়াইন্না ইলাই‌হি রা‌জিঊন) বৃহস্পতিবার সকালে দুরামিঠিপুর তুবা ফি‌লিং স্টেশ‌নের সাম‌নে ওই দূর্ঘটনা ঘ‌টে। এলাকাবসী জানায় তেল পাম্পের কাছে বিপরীত মুখ থে‌কে আসা ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয় এতে মোটরসাইকেল আরোহী মাসুম (২১) গুরুতর আহত হয়। আহতবস্থায় প্রথ‌মে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে প‌রে অবস্থার অবন‌তি হ‌লে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নি‌লে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। নিহত মাসুম পীরগঞ্জ পৌরসভার ওসমানপুর খিয়ারপাড়ার মাহফুজারের পুত্র। মাসুম পীরগঞ্জ ফুটবল একাডেমির নিয়মিত সদস্য। মাসুমের মৃত্যুতে ফুটবল একাডেমিসহ এলাকায় শোকের ছায়া নে‌মে এস‌ছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments