অপরাধ

পীরগঞ্জে লাইফ কেয়ার ফ্যামিলি হেলথ সার্ভিসেস নামে একটি ভুয়া প্রতিষ্ঠানে অর্থ লোপাটের অভিযোগ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের পীরগঞ্জে লাইফ কেয়ার ফ্যামিলি হেলথ সার্ভিসেস নামে একটি ভুয়া প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক নারী ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা গেছে গত বছরের ২৪ ডিসেম্বর লাইফ কেয়ার ফ্যামিলি হেলথ সার্ভিসেস সেন্টারে চাকরির প্রলোভন দেখিয়ে চম্পা খাতুন নামে এক নারীর কাছ থেকে ৫০ হাজার টাকা নেন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পাকুরতলা গ্রামের নাজিমুল হক এর পুত্র তিনি রংপুরের মধ্য আশরতপুর চকবাজার এলাকায় একটি ভুয়া প্রতিষ্ঠান গড়ে তোলেন ওই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাতুরি ডাক্তার মাহফুজুর রহমান মনির ও পীরগঞ্জের চৈত্রকোল ইউনিয়নের ভরাট্টজানপুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মেহেদী হাসান নয়নকে উপজেলা ম্যানেজার হিসাবে নিয়োগ দেন ওই ইউনিয়নে। এদিকে সুচতুর পরিচালক ০৬ জন নারীকে স্বাস্থ্যসেবী কর্মী হিসাবে নিয়োগ দিয়ে কয়েকশত ভুক্তভোগী পরিবারের নিকট থেকে পারিবারিক সেবাকার্ড প্রদান করার নামে লক্ষ টাকা হাতিয়ে নেন এবং ওইসব নারীদেরকে স্বাস্থ্য সেবা কর্মী হিসেবে নিয়োগ পত্র না দিয়ে ০৪ মাস পারিশ্রমিক প্রদান না দেওয়ায় থানায় অভিযোগ দেন। এরা হলেন ভুক্তভোগী স্বাস্থ্যকর্মী ঝাড়বিশলা গ্রামের ছরোয়ার হোসেনের কন্যা চম্পা খাতুন চৈত্রকোল মাহালিপাড়ার মাগদালিনা মুক্তি সাংমা, জোসপিনা, মুস্তারিনা, টিনা নামের এইসব কর্মীদেরকে নিয়োগ না দিয়ে কাজ করে নেওয়া অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী বেতন দাবি করলে তাকে গালিগালাজ করতেন অভিয্ক্তুরা। এ ঘটনায় পুলিশ তদন্ত কেন্দ্রে গত বুধবার সন্ধ্যায় ২১’শ টাকার বিনিময়ে বিষয়টি আপোষ করার শর্তে বাকি টাকা আগামী ১০ তারিখের মধ্যে উক্ত টাকা পরিশোধ করবেন বলে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিষ্ঠানটি খুলে কয়েক কোটি কোটি টাকা বাণিজ্য করার পাঁযতারা করেছিলেন তারা। অসহায় মানুষদের স্বাস্থ্যসেবা দেওয়ার নামে সুকৌশলে নানা ধরনের হেল্প কার্ড আর ভূয়া স্বাস্থ্যসেবী নিয়োগ বাণিজ্যে ইতোমধ্যে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক চক্রটি। ভুক্তভোগী চম্পা খাতুন বলেন- ০৪ মাস ধরে বিনা বেতনে চাকরী করেছি এবং ৬০-৭০ জন সদস্যদেরকে পরিবারিক সেবার নামে ১’শ করে টাকা স্যারদের হাতে জমা দেওয়া হয়েছে। অভিযুক্ত লাইফ কেয়ার ফ্যামিলির পরিচালক মাহফুজুর রহমান মনির বলেন- অর্থ লেনদেনের বিষয়টি নয়ন সাহেব করেছেন। ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শিবু জানান থানায় অভিযোগ হলে উভয়পক্ষের সম্মতিক্রমে বিষয়টি আপোষ করা হয়েছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments