September 16, 2024
সারাদেশ

বগুড়ার গাবতলীতে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

আল আমিন মন্ডল (বগুড়া) ঃ বগুড়ার গাবতলীতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রওনক জাহান। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। শোভাযাত্রা শেষে মঞ্চে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসেনা আকতার, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোপেশ চন্দ্র, উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহেদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাজা নাজিমুদ্দিন, গাবতলী সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী হায়দার, উপজেলা নার্সারী মালিক সমিতির সাধারণ সম্পাদক ফোরকান আলী এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ প্রমূখ। মেলায় ১৪টি ষ্টল অংশ নেয়।  

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments