সারাদেশ
উন্নয়ন বাজেটের ৪০% কৃষি খাতে বরাদ্দের দাবিতে কৃষক সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ

উন্নয়ন বাজেটের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দের দাবিতে আজ ৭ জুন ২০২২ বেলা ১২ টায় কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী।
এ সময় উপস্থিত ছিলেন কৃষক সংগ্রাম পরিষদের আহবায়ক এডভোকেট পলাশ কান্তি নাগ,সদস্য আব্দুস সাত্তার প্রামাণিক,আব্দুল জব্বার,সানজিদা আক্তার প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়-দেশের মোট জন শক্তির অর্ধেকেরও বেশি এখনো কৃষি কাজে নিয়োজিত। করোনাকালে ভয়াবহ সংকট মূহুর্তেও এই খাত দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে মানুষকে বাঁচিয়ে রেখেছিল। সার,ডিজেল,বীজ,কীটনাশকসহ কৃষি উপকরণের দাম ক্রমাগত বাড়লেও কৃষক উৎপাদিত ফসলের ন্যায্যপাচ্ছে না। ক্ষেতমজুরদের
সারা বছরের কাজ ও আর্মিরেটে রেশন চালু না করলে এই মানুষদের জীবন ধারণ সম্ভব নয়।
এছাড়াও ভিজিডি,ভিজিএফ সহ গ্রামীণ সকল প্রকল্পে দুর্নীতি ও দলীয়করণ বন্ধ করতে হবে।
অনুৎপাদনশীল খাতে ব্যয়-বরাদ্দ কমিয়ে আসন্ন বাজেটে কৃষি,শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
নেতৃবৃন্দ,কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত,কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠা,রেশন চালু,সহজ শর্তে বিনাসুদে কৃষি ঋণ,কৃষি উপকরণের দাম কমানোর জন্য উন্নয়ন বাজেটের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দের দাবি জানান।
Comments