সারাদেশ
আদিবাসী সাঁওতাল ও বাঙ্গালীর প্রান্তিক জনগোষ্ঠির পৈত্রিক সম্পত্তি ফেরত ও ক্ষতিপূরণ প্রদান সহ ৭ দফা দাবী বাস্তবায়নের দাবীতে বিভাগীয় কমিশনারকে স্বারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়
বক্তারা আরো বলেন, ২০০৪ সালে রংপুর সুগার মিল বন্ধ ঘোষণা হলে মিল কর্তৃপক্ষ স্থানীয় প্রভাবশালীদের কাছে সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকার ১৮৪২.৩০ একর জমি অবৈধভাবে লিজ প্রদান করে । আদিবাসী - বাঙালিদের আন্দোলনের একপর্যায়ে মিল কর্তৃপক্ষ জমির অবৈধ লিজ বাতিল করতে বাধ্য হয় । তখন মিল কর্তৃপক্ষের কতিপয় অসাধু কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালী কুচক্রীমহল যোগসাজস করে আদিবাসীদের বিরুদ্ধে জুলুম ও নির্যাতনের প্রক্রিয়া শুরু করে । গত ৬ ই নভেম্বর ২০১৬ মিল কর্তৃপক্ষ বেআইনী ভাবে ( কোর্টের আদেশ ব্যতীত ) আদিবাসীদের নির্মিত বসতবাডড়ি , ফসলাদি ও মৎস্যখারে পুলিশ , প্রশাসন সহ স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসীদের দ্বারা উচ্ছেদের নামে নিরীহ আদিবাসীদের উপর হামলা বসতবাডড়ি ভাংচুর , লুটপাট , অগ্নীসংযোগ এবং বর্বরোচিতভাবে গুলিবর্ষন করে । গুলিতে ও নির্যাতনে শ্যামল হেমরন , মঙ্গল মারডি ও রমেশ টুডু নিহত এবং অনেকেই গুরুত্বর আহত হয় । কিন্তু দুঃখজনক হলেও সত্য যে চিহ্নিত ও পুলিশ এখনো গ্রেফতার হয়নি বা আইনের কাঠগড়ায় আনা হয়নি । উল্টো ৩/৪ ফসলী বন্যা মুক্ত উর্বর ও ফেরত যোগ্য কৃষি জমিতে শিল্প করখানা তথা ইপিজেড নির্মান প্রস্তাব বা উদ্যোগ গ্রহণ করা হয়েছ্ েযা অবিলম্বে বন্ধ করতে হবে।
রংপুরের বাম গণতান্ত্রিক সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। স্বারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিলে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, কমরেড শাহাদাত হোসেন, সভাপতি সিপিবি, রংপুর; অশোক সরকার; সাঃ সম্পাদক, ওয়ার্কাস পার্টি, রংপুর; আব্দুল কুদ্দুস, আহবায়ক, বাসদ, রংপুর; কমরেড গৌতম ; চিনু কবির, আহবায়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলন, রংপুর মহানগর, সাজেদুল ইসলাম সাজু, সংগঠক, সিপিবি, রংপুর; অ্যাড. রায়হান কবীর, সদস্য, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আহসানুল আরেফিন তিতু, সংগঠক, বাসদ(মার্কসবাদী), রংপুর ; বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ।
Comments