আইন-আদালত

বীরগঞ্জে নিবন্ধন বিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান

খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যত্রতত্র গড়ে উঠা বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলোর বেশিরভাগই অবৈধভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এর সমন্বয়ে নিবন্ধন বিহীন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার সমূহে অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার ৭জুন মহাখালী ঢাকা স্বাস্থ্য অধিদপ্তর এর নির্দেশে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামাল হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ-সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নিলয় দাস, স্যানেটারি ইন্সপেক্টর নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ফরিদ বিন ইসলাম, বীরগঞ্জ থানার এএসআই সিরাজুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নিবন্ধন না থাকায় লাইসেন্স না পাওয়া পর্যন্ত বীরগঞ্জ ক্লিনিক ও নিউ সেবা হাসপাতাল কতৃপক্ষকে তাদের স্ব স্ব প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য নিদের্শ প্রদান করা হয়। এ ব্যাপারে জনস্বার্থে অভিযান পরিচালনার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন আলী। বীরগঞ্জ ক্লিনিকের মালিক বেলাল হোসেন জানান, তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিবন্ধন ও লাইসেন্স বাবদে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট আবেদন ফি জমা দানে বিকেল ৫ টার মধ্যেই প্রয়োজনীয় কাগজ পত্রাদি হাতে পাবেন তাই ক্লিনিক খোলা রেখেছি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments