নারী/ জয়া

পীরগঞ্জে উপজেলা প্রশাসনে নারীরা এগিয়ে

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ সময়ের বিবর্তনে ও নারী ক্ষমতায়নের ফলে সকল ক্ষেত্রেই নারীরা এখন পুরুষের সাথে তাল মিলিয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত রয়েছেন। এক্ষেত্রে রংপুরের পীরগঞ্জ একটি অন্যন্য দৃষ্টান্ত। উপজেলার সরকারি দপ্তর সমূহের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে রয়েছেন বিরোদা রানী রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহিরিণ, উপজেলা সাব-রেজিষ্টার খালেদা সুলতানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ, উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজা বেগম, পাট অধিদপ্তরে দায়িত্বরত চায়না খাতুন। পীরগঞ্জের স্কুল-কলেজ থেকে শুরু করে উপজেলা ইউনিয়ন পরিষদ সমূহের সচিব পদসহ ব্যাংকার হিসেবেও রয়েছেন বেশ ক’জন। সব মিলে পীরগঞ্জ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর মুলমন্ত্রই অনেকটা কাজে লাগছে এখানে। কাজের দক্ষতা, সময়োপযোগীতাসহ দায়িত্ব পালনে এনারা অন্যান্য কর্মকর্তার চেয়ে পিছিয়ে নন। এমনকি সাধারণ মানুষকে হয়রানী করতেও তারা স্বচ্ছন্দবোধ করেন না। এদিকে পীরগঞ্জ থানা পুলিশের দায়িত্বপূর্ণ পদেও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা-কর্মচারী তাদের দায়িত্ব পালনে অনেকের দৃষ্টি কেড়েছে। আজ মঙ্গলবার নারী দিবসে পীরগঞ্জের রাজনৈতিক, সুধী ও বিজ্ঞজনদের মধ্যে এটি আলোচ্য বিষয়। সভ্যতার অগ্রগতির মূলে নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টা। বলতে গেলে অনেক আগ থেকেই নারী ও পুরুষের হাত ধরেই পৃথিবী সভ্যতার পথে এগিয়ে চলেছে। তাইতো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন-"বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments