রাজনীতি

রংপুরে বাসদ(মার্কসবাদী)র বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি পেশ

জুবাযের আলম জাহাজী, রংপুর থেকেঃচাল,ডাল,তেলসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য হ্রাস,আর্মিরেটে রেশন,খাদ্যপণ্যে পূর্নাঙ্গ রাষ্ট্রীয় বাণিজ্য চালুসহ ৫ দফা দাবিতে বাসদ(মার্কসবাদী),রংপুর জেলা শাখার উদ্যোগে গতকাল ১২জুন,২০২২ সকাল ১১টায় বিক্ষোভ মিছিল,সমাবেশ ও বাণিজ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি পালিত হয়।জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাব চত্তরে শেষ হয়।এখানে অনুষ্ঠিত সমাবেশে বাসদ(মার্কসবাদী),রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু,সদস্য শাহিদুল ইসলাম সুমন,সাজু বাসফোর প্রমূখ।নেতৃবৃন্দ বলেন নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য আকাশছোঁয়া।সকল পণ্যের দাম দ্বিগুণ,তিনগুণ,এমনকি কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। অথচ মানুষের আয় বাড়ছে না,নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না।ফলে নিম্ন আয়ের মানুষের সংসার চালানো দুরূহ হয়ে পড়েছে,না খেয়ে থাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।আর এমন অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের মদতে।সিন্ডিকেট ব্যবসায়ী,বড় বড় পুঁজিপতিরা খাদ্যপণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করেছে।এসব রাঘব বোয়ালদের বিষয়ে সরকারের কোন পদক্ষেপ নেই।সরকার জনগণের স্বার্থ বিবেচনা না করে গুটিকয়েক পুঁজিপতির স্বার্থে রাষ্ট্র চালাচ্ছে।নেতৃবৃন্দ বলেন দেশের মানুষকে রক্ষা করতে হলে অবিলম্বে সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালে আনতে হবে, খাদ্যপণ্যের পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় বাণিজ্য চালু করতে হবে,আর্মিরেটে রেশন চালু করতে হবে। এ সমস্ত দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।এরপর একটি প্রতিনিধি টিম ডিসির মাধ্যমে বাণিজ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ করে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments