September 19, 2024
সারাদেশ

কৈঢোপ আবাসনবাসীর মানবেতর জীবন স্বাস্থ্য-চিকিৎসা-শিক্ষা’র কোন আলো নেই

বগুড়া থেকে আল আমিন মন্ডলঃ বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়নের ‘কৈঢোপ আবাসন প্রকল্প’র ৭০পরিবার বসবাস করলেও এখন তারা পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য ও শিক্ষা’র আলো থেকে বঞ্চিত হওয়ায় মানবেতর ভাবে জীবনযাপন করছে।
আবাসন উদ্বোধন হওয়ার পর থেকেই এখানে যেন সমস্যার অন্ত নেই। প্রায় ২শতাধিক শিক্ষার্থীদের জন্য নেই কোন স্কুল, মসজিদ, কবরস্থান, স্বাস্থ্য সেবা ক্লিনিং। সরকার পরিবার গুলোর আর্থিক উন্নয়নে মাছ চাষ করার জন্য সমবায় অধিদপ্তর কর্তৃক ঋণ প্রদান করেন। এ ঋণ নিয়ে অনেক পরিবার এখন স্বাবলম্বী হয়েছেন। তারা ক্ষুদ্র ও কুটির হস্ত শিল্পের কাজ সেলাই, দিনমজুরী ও ভ্যান-রিক্সা চালিয়ে পরিবারের মুখে জুটাচ্ছেন ডাল ভাত। তবুও তাদের পাশে যেন কেউ নেই। সরকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্যানেটারি ল্যাট্রিন, গভীর নলকুপ স্থাপন করা হলে আজও তা অনেকটা পরিত্যক্ত হয়ে পড়েছে। উঠছে না নলকুপ দিয়ে পানি। সংস্কার কাজ না করায় ২টি ব্যাকে ৭০টি ঘরের বেহাল দশা। বসবাসে অনুপযোগী হওয়ায় অনেকে আবাসন ছেড়ে চলে যেতে বার্ধ্য হয়েছেন। ঘরের টিন নষ্ট হয়ে যাওয়ায় বর্ষাকালে বৃষ্টির পানি পড়ছে। গভীর নলকূলগুলো বিকল, টয়লেটগুলো ভেঙ্গে গেছে। অফিস ঘর থাকলেও চলছে না কোন কার্যক্রম। স্বাস্থ্য কেন্দ্র ও স্কুল না থাকায় ২শতাধিক ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, স্বাস্থ্যসেবা এবং কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা বঞ্চিত, ৩০জন বৃদ্ধের নামাজ পড়া’সহ নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। সবকিছু মিলে মনে হয় যেন অসহায় মানুষের এক দুর্বিসহ জীবনযাপন। কৈঢোপ আবাসন প্রকল্প সমবায় সমিতি লিঃ সভাপতি ফটু মিয়া জানান, একদিকে যেমন মানুষ বাড়ছে তেমনি পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য এবং কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক গনসচেতনতা’র অভাবে সটিক সময়ে স্বাস্থ্য সেবা না পেয়ে আমাদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। বহু কষ্ট করে মৎস্য, শাক-সবজি চাষ, গরু, ছাগল, হাঁস-মুরগি, কুবতর পালনসহ মজুরী’র কাজ করে দিনযাপন করছি। সাধারন সম্পাদক জুয়েল রানা জানান, পরিবার পরিকল্পনা’র সটিক পদ্ধতি বা তথ্য না জানার কারনে আজ আমার ঘরে ৪সন্তান। তাদের ভোরন-পোষন দিতে হিমশিম খাতে হচ্ছে। এছাড়াও এখানে মসজিদ ও কবরস্থান না থাকায় আবাসনের মৃত্যু কুদ্দুস, হামিদুন, মোশারফ, বাদশা, নজরুল, টুকু, কান্টু, রফিকুল’কে অন্যত্রে দাফন সম্পূর্ণ করতে হয়েছে। স্বাস্থ্যসেবা কেন্দ্র নেই, পুকুর পাড়ে ঘাট নেই, স্কুল নেই, কবরস্থান’সহ মসজিদ নেই। এসকল সমস্যার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন দিনমজুর বাদল, খলিল, ফটু, আছমা’সহ শতাধিক নারী-পুরুষ। এ বিষয়ে কাগইল ইউপি’র চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা জানান, কৈঢোপ আবাসনের বর্তমান অবস্থা খুবই খারাপ। বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করেছি। তবে ‘কৈঢোপ আবাসন প্রকল্প’ পরিবারের সদস্যদের উন্নয়ন ও পরিবার পরিকল্পনা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিকরণ, পুষ্টিহীনতা দূরীকরন সহ মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন কৈঢোপ আবাসনবাসী।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments