তুরাগ যুব কল্যাণ সংসদের নতুন কমিটি- সভাপতি সাদেক, সম্পাদক বাবুল

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগের ঐতিহ্যবাহী “তুরাগ যুব কল্যাণ সংসদ” এর দুই বছর ম্যায়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে । শনিবার (১১ই জুন) সন্ধ্যায় তুরাগ যুব কল্যাণ সংসদের স্থায়ী কার্যালয়ের হল রুমে, সকল সদস্যদের উপস্থিতে এক সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে তুরাগ থানা আওয়ামী- স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও তুরাগ যুব কল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেককে ২য় মেয়াদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী এবং তুরাগ যুব কল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ বাবুল হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় । অপর একটি সূত্রে জানা যায়, সংগঠনটির আগামী সভায় পুরনাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে ।
Comments