সারাদেশ
পীরগঞ্জে মহানবী হযরত মোহাম্মদ (সা:) নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ইসলাম ও মানবতার মুক্তির দূত মহানবী হযরত মোহাম্মদ (সা:) নিয়ে ভারতের দুই বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন জান্দাল কর্তৃক নবী এবং আম্মাজান আয়েশা সিদ্দিকী (রা:) নিয়ে কটূক্তির প্রতিবাদে সারা বিশ্বে মুসলিম আন্দোলনের একত্তাবতা ঘোষণার অংশ হিসেবে মঙ্গলবার রংপুরের পীরগঞ্জ খালাশপীর বন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ষমাবেশে ধর্মপ্রাণ সহস্রাধিক মুসলমান অংশ গ্রহণ করেছেন। মিছিলটি উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক নুওে আলম মিয়া যাদুর নেতৃত্বে খালাশপীর বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খালাশপীর কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে সমাবেশ বক্তব্য রাখেন জাপা নেতা নুর আলম মিয়া যাদু, মোনাইল হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমান হাফেজ মাওলানা মুহা. নূরুল আমিন। বক্তারা বলেন আমরা হৃদয়ে রক্তক্ষণ নিয়ে এই ময়দানে হাজির হয়েছি। হযরত মোহাম্মদ (সা:) ও তার প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকী (রা:)সম্পর্কে অবমাননাকর মন্তব্য কওে ক্ষমতাসীন বিজেপির ২ নেতা বিশে^র কোটি কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছে। বর্তমান সরকারের কাছে দাবী অবিলম্বে সরকারীভাবে প্রতিবাদ এবং চলমান জাতীয় সংসদে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করা হোক।
Comments