সারাদেশ

শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার অঙ্গীকারঃ বিশৃঙ্খলাকারীদের ছাড় নয়

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে আসন্ন দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ উপ-নির্বাচন সম্পন্ন করার অঙ্গীকার করলেন নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টরা।সেই লক্ষ্য নিয়ে মঙ্গলবার (১৪জুন) সকালে খানসামা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্রিফিং প্যারেডে এই অঙ্গীকার করেন উপস্থিত সকলেই। ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (ডিএসবি) আসলাম হোসেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর প্রামাণিক, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন, ওসি কামাল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হক। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা এবং সাংবাদিকবৃন্দ। সোমবার মধ্যরাতে নির্বাচনি এলাকায় প্রচারের সময় শেষ হয়েছে। নির্বাচনি পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, প্রায় দেড় হাজার আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে রয়েছে। ব্রিফিং প্যারেডে সহকারী পুলিশ সুপার (ডিএসবি) আসলাম হোসেন বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন হবে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ। এজন্য সকল প্রস্তুতি রয়েছে ও নির্দেশনা সংশ্লিষ্টদের প্রদান করা হয়েছে। যদি কেউ বিশৃঙ্খলা করতে চায় তাদের ছাড় নয়।১৫ জুন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত আসন্ন খানসামা উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুতি শেষ করেছে উপজেলা নির্বাচন কমিশন ও প্রশাসন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই উপ-নির্বাচনে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সফিউল আযম চৌধুরী লায়ন, স্বতন্ত্র প্রার্থী জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল ইসলাম প্রধান ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস আরেফিন শাহ।খানসামা উপজেলার ৫২টি কেন্দ্রে মোট ১ লক্ষ ৩৫ হাজার ৮১জন ভোটার ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৮৫৬০ জন ও নারী ভোটার ৬৬৫২১ জন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments