স্বাস্থ্যসেবা

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন। বুধবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্স চত্তরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোঃ মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডা. মোস্তাকিন আহম্মেদ নাইম, উপজেলা সম্প্রসারী টিকাদান কর্মসূচির (এমটিপিআই) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য সহকারী মোছাঃ ইছম আরা বেগম, সিনিয়ির নার্স মোছাঃ হামিদা খাতুন। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৭টি ইউনিয়নে ৩৩৬ জন স্বেচ্ছা সেবী হিসাবে কাজ করছেন। ৭টি ইউনিয়নে মোট ১৬৮ টি কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে ২ জন করে দায়িত্ব পালন করবেন। ১৫ জুন থেকে ১৯ জুন ২০২২ ইং পর্যন্ত এ টিকাদান কার্যক্রম অব্যহত থাকবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সুষ্ঠভাবে পরিচালনা করতে সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মোঃ মশিউর রহমান।
এসময় উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্স এর সকল কর্মকর্তা-কর্মচারী সিনিয়র নার্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments