September 19, 2024
সারাদেশ

ময়মনসিংহে সাংবাদিকসহ ৬জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ময়মনসিংহঃ ময়মনসিংহের গৌরীপুরে মসজিদের জমি দখল চেষ্টার সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকসহ ৬ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে । একটি অনলাইন নিউজ র্পোটালে মসজিদের জমি দখল চেষ্টার ভিডিও প্রতিবেদন প্রকাশ করার দায়ে দৈনিক জনতার গৌরীপুর উপজেলা প্রতিনিধি শেখ বিপ্লব (৪০) এবং ভিডিও প্রতিবেদনে বক্তব্য দেওয়া স্থানীয় বাসিন্দা কামরুল হাসান, জয়নাল আবেদিন, আব্দুল জব্বার, মো. শাহজাহান এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো: বদরুল হাসানকে ঐ মামলায় আসামী করা হয়েছে । মামলার বাদি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের মাইজহাটি গ্রামের প্রায় ডজন খানেক মামলার আসামী ইমরুল হোসেন আল রাজি খোকন । গত (২৪ মে) ময়মনসিংহের বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালতে তিনি বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন । বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২১ জুলাইয়ের মধ্যে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) অভিযোগ তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন । সাংবাদিক শেখ বিপ্লব জানান, মসজিদের জমি দখল চেষ্টার ঘটনায় স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করি । এতে অভিযোগের বিবরন তুলে ধরে স্থানীয়রা বক্তব্য দেন । এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আমাকে হেনস্থা করার উদ্দেশ্যে বাদি এই মামলাটি দায়ের করেছেন । স্থানীয়রা জানিয়েছে, সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অভিযোগে এই মামলার বাদি প্রায় এক ডজন মামলার আসামি । মামলার বাদি ইমরুল হোসেন আল রাজি খোকন বাংলা নিউজকে বলেন, আমার পৈত্রিক জমিকে মসজিদের জমি দাবী করে উল্টো আমার বিরুদ্ধে দখলে পায়তারার অভিযোগ এনে একটি মিথ্যা প্রতিবেদন প্রকাশ করায় আমি এই মামলা করেছি । এ সময় তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে ১০টিরও বেশি মামলা আছে, তবে আমি কারো জমি দখল করিনি। বর্তমানে তাঁর মামলা গুলি আদালতে বিচারাধীন বলেও তিনি স্বীকার করেন ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments