সারাদেশ

উত্তরায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

 মোল্লা তানিয়া ইসলাম তমাঃ হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার লেখা ও উচ্চ শিক্ষার সুযোগসহ বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক প্রস্তাবিত ও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ কর্তৃক পাশকৃত হোমিও চিকিৎসা শিক্ষা আইন -২০২১ অবিলম্বে মহান জাতীয় সংসদে পাস করার দাবিতে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৫ই জুন) সকাল ১১টায় রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহা সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । উক্ত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন উত্তরা হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ মুহাম্মদ আব্দুল আলীম, মামুন হোমিওহলের সত্ত্বাধিকারী ডাঃ মামুন অর রশিদ সরকার, শিক্ষক প্রতিনিধি ডাঃ রুকন উদ্দিন, প্রভাষক আব্দুল কাদের, প্রভাষক ডাঃ আল মামুন, ডাঃ পাপন, অত্র কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী সাংবাদিক নাদিরা দিলরুবাসহ বৃহত্তর উত্তরা এলাকার সর্বস্তরের হোমিও ডাক্তার, হোমিও কলেজের শিক্ষক- শিক্ষার্থীগণ । পরে উক্ত দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন হোমিওপ্যাথিক চিকিৎসক নেতৃবৃন্দ ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments