সারাদেশ

রাণীশংকৈল ডিগ্রি কলেজে এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়

জসীম উদ্দিন ইতি, ঠাকুরগাঁওঃ
সরকারি নির্দেশনা অমান্য করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রতিষ্ঠানটির গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২১জুন) কলেজটিতে গিয়ে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানটির প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা৷ প্রতিষ্ঠানের ভেতরে তালাবদ্ধ রয়েছেন শিক্ষক ও কর্মচারীরা৷ ফরম পূরণ করতে আসা শিক্ষার্থী সাকিল হোসেন বলেন, সরকারি বিধি অনুযায়ী আমাদের বোর্ড ফি ২ হাজার ৩৩০ টাকা। কিন্তু সেই টাকা বাড়িয়ে ৪ হাজার ৫৮০ টাকা করেছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ৷ আরেক শিক্ষার্থী আখি ইসলাম বলেন, পার্শ্ববর্তী ডিগ্রি কলেজে এইচএসসি ফরম পূরণ করতে নেওয়া হচ্ছে ২ হাজার ৮০০ টাকা আর আমাদের ৪ হাজার ৫০০ টাকা। একই নিয়মে দুই কলেজের ফরম পূরণের দুই নিয়ম হয় কেমনে? প্রতিবছরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অতিরিক্ত ফি নেয়। আমরা আমাদের নির্দিষ্ট ফি’র বাইরে বেশি টাকা দেবো না। এ বিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক বলেন, ‘এখন ব্যস্ত আছি৷ বিষয়টি সমাধানে আমরা বসেছি।’

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments