সারাদেশ

ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নবনির্মিত গৃহ হস্তান্তর দৃষ্টান্তমূলক-স্পীকার

ঢাকা: 
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দ্রুত সাড়াদানের মাধ্যমে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুরের মাঝিপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লোকদের সকল মানবিক সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেছে। সমগ্র বাংলাদেশের মানুষ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সকলেই অত্যন্ত দ্রুততার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নবনির্মিত গৃহ হস্তান্তর সত্যিই দৃষ্টান্তমূলক।  

ইসলামিক রিলিফ বাংলাদেশ নির্মিত মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র নিজ সংসদীয় আসনের অধীন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রামনাথপুরের মাঝিপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪৪টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পীকার আজ এসব কথা বলেন। এসময় স্পীকার ভার্চুয়ালি নবনির্মিত গৃহসমূহ হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুঃখী মানুষের অর্থনৈতিক মুক্তির যে স্বপ্ন তা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছে৷ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বন্যাকবলিত অঞ্চলে ত্রাণ ও অন্যান্য সহায়তা কার্যক্রম চলমান। মাঝিপাড়ার ক্ষতিগ্রস্ত জেলে সম্প্রদায়ের মাঝে জালসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের মাধ্যমে তাদের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে ইতোমধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রংপুর প্রশাসন-পুলিশ এই দুর্যোগের সময়ে সার্বক্ষণিক মাঝিপাড়ার মানুষের পাশে ছিলেন।

রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রাণী রায় ও উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, ক্ষতিগ্রস্ত ব্যক্তিগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments