আইন-আদালত

হরিণাকুন্ডতে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে দুইজনকে ছয় মাসের কারাদন্ড প্রদান

ঝিনাইদহ-
ঝিনাইদহের বাল্যবিবাহ দেওয়ার আয়োজন করার দায়ে দুইজনকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড প্রদান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের নারায়নকান্দী গ্রামে। বাল্যবিবাহ দেওয়ার দায়ে ইউনিয়ন নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) ফারুক হোসেন সহ কনের প্রতিবেশি আভিভাবক নাজির উদ্দীনকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ছয় মাসের কারাদন্ড প্রদান করলেন উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার রাত সাড়ে দশটা নাগাদ তিনি দশম শ্রেণীতে পড়ুয়া কনের বাড়ীর পার্শবর্তী (বিবাহ স্থান) প্রতিবেশীর বাড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একই অপরাধে দুইজনকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেন। উল্লেখ্য বরের বাড়ীও একই গ্রামে। এসময় উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত পরিচালোনা কাজে থানা পুলিশের এএসআই আনিচুর রহমান সহ পুলিশ সদস্যরা সহযোগিতা করে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments