অপরাধ

পীরগঞ্জে প্রতারকের প্রভাবে প্রতারিতই ঘর ছাড়া

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে এক যুবক “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়” নামে ভিজিটিং কার্ড ব্যবহার করে এবং বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রী, সচিব, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বড় বড় আমলা ও সরকারী দলের কেন্দ্রীয় নেতার পাশে ছবি উঠিয়ে প্রায় এক ডজন বেকার যুবক-যুবতীদের সরকারী চাকুরী দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি কুমেদপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আবুল কাশেম মিয়ার পুত্র রাজ বিন রাসেল তালুকদার। অভিযোগে জানা গেছে, পীরগাছা উপজেলার তালুক পারুল গ্রামের মৃত রইচ উদ্দিনের পুত্র হযরত আলীর নিকট থেকে তার পুত্র রিমন বাদশার পুলিশ কনষ্টেবল পদে চাকুরী দেওয়ার কথা বলে ১২ লক্ষ টাকা চুক্তিবদ্ধ হয়। ঘটনার বিবরণে হযরত আলী বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের এমএলএসএস পদে কর্মরত থাকা অবস্থায় একই বিভাগের শিক্ষার্থী শামছুন্নাহার খাতুনের মাধ্যমে রাজ বিন রাসেলের সাথে পরিচয় হয়। রাজ বিন রাসেল তালুকদার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন এবং একটি ভিজিডিং কার্ড প্রদান করেন। এদিকে ১১ মে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এমএলএসএস হযরত আলীর কাছ থেকে রাজ বিন রাসেল নগদ ১ লক্ষ ৫০ হাজার গ্রহণ করেন এবং রংপুর লালবাগ বাজার শাখা, জনতা ব্যাংক এর হিসাব নং- ০১০০০২৪৪৮৫৭০১ একটি চেক পাতা যাহার নং- সিবি ৬০০১২১৯৬৪৯১ নম্বরে ৫০ হাজার টাকা গ্রহণ এবং ১০ লক্ষ টাকা প্রদান স্বরূপ ১০০/- টাকা ৩টি ফাঁকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ করেন। পরবর্তীতে ১২ মে রংপুর পুলিশ লাইন পদে চাকুরীর দেওয়ার জন্য প্রাথমিক বাছাইয়ের দিন ধার্য্য ছিল। চাকুরী না হওয়ায় উক্ত ভুক্তভোগী যোগাযোগ করার চেষ্টা করলে তাকে দিচ্ছে মর্মে বিভিন্ন অজুহাত দেখান এবং হুমকি ধামকি প্রদান করে। অবশেষে নিরুপায় হয়ে ওইদিন জেলা রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত, রংপুরে একটি মামলা দায়ের করে যার নং- ৫৩৭/২২। এদিকে ধুরন্ধর রাসেল পীরগঞ্জ থানায় একটি প্রভাবশালী ব্যক্তির মোবাইল ফোনের সুবাদে ক্ষতিগ্রস্থ হযরত আলীর নামে ২ জুন প্রতারণা মামলা দায়ের করে। যার নং-১৮৪। মামলার কারণে ঘর ছাড়া হযরত আলী। রাসেল এখানেই থেমে নেই সে প্রেস ক্লাবের সামনের চা বিক্রেতা আলতাব হোসেনের নিকট থেকে বিশ্ব রোডের অধিগ্রহন করা জমির টাকা দ্রুত উত্তোলনের জন্য ৩০ হাজার টাকা গ্রহণ করে। এছাড়াও পীরগঞ্জ করতোয়া কুরিয়ার সার্ভিসের এজেন্ট ওয়াজেদ মিয়ার নিকট থেকে কর কমিশনে চাকুরী দেওয়ার কথা বলে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে। এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, মামলা হলেও সব বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত রাজ বিন রাসেল তালুকদারের সাথে মুঠোফোনে অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি, বাড়ীতে গিয়েও তার দেখা মেলেনি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments