সারাদেশ

পীরগঞ্জে গ্যাস পাইপ লাইন স্থাপনে মতবিনিময় সভা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনগণের সাথে বগুড়া, রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপ লাইন নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার বিকেলে রায়পুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (অপারেশন) জাহাঙ্গীর আলম বুলবুল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পেট্রোবাংলার পরিচালক আলী ইকবাল মো. নুরুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাহনাজ বেগম, জিটিসিএল এর পরিচালক রোকসানা বেগম, উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, এ্যাসিল্যান্ড খায়রুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ময়না, এনামুল হক শাহীন, আমিনুল ইসলাম, রবিউল ইসলাম রবি, সাদেকুল ইসলাম, সাইদুর রহমান চৌধুরী দুলাল, মাফিয়া আক্তার শিলা, আতোয়ার রহমান মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি হাইফুজ্জামান ফুল, নখারপাড়ার কৃষক রফিকুল ইসলাম ও গোলাম রব্বানী প্রমুখ। প্রধানমন্ত্রীর বক্তব্যকে উদ্ধৃত করে বক্তাগণ বলেন, ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন, পর্যাপ্ত গ্যাস পাওয়া গেলে রংপুরে গ্যাস দেয়া হবে। এরপর ২০১৮ সালে রংপুরে গ্যাস সরবরাহ দেয়ার প্রকল্পটি অনুমোদন দিয়েছে সরকার। এটি প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। বক্তাগণ আরও বলেন, গ্যাস পাইপ লাইন স্থাপনে পীরগঞ্জে ৯৭ একর জমি অধিগ্রহণ করা হবে। অধিগ্রহণকৃত জমি ৩ গুন মুল্য এবং ফসলের ক্ষতির দ্বিগুন মুল্য প্রদান করা হবে। পাশাপাশি পীরগঞ্জ, মিঠাপুকুর, রংপুর সদর, তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলায় ২০০ কোটি টাকা ব্যয়ে ১৫০ কিলোমিটার গ্যাস পাইপ লাইন স্থাপন করা হবে। উত্তরাঞ্চলে গ্যাস এলে শিল্প কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি হবে। পাল্টে যাবে উত্তরাঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments