সারাদেশ
সুন্দরগঞ্জে আলোচিত নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আশা বেগম (৩২) নামের এক গৃহবধূ নিখোঁজের সাতদিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী কবির উদ্দিনকে আটক করা হয়।বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের পুর্ব দুলাল গ্রামের এক ডোবা থেকে আশা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের কবির উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ আগে আশা বেগম নিখোঁজ হয়। এরপর পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুর্ব দুলা গ্রামের একটি ডোবায় তার মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।এ তথ্য নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার মোকাদ্দেম জাগো২৪.নেট-কে বলেন, এ ঘটনায় আশা বেগমের স্বামী কবির উদ্দিনকে আটক করা হয়েছে। তবে তার মৃত্যু কারণ তাৎক্ষণিক জানাতে পারেনি ওসি।
Comments