নারী/ জয়া
শহীদ জননী জাহানারা ইমামের প্রয়াণ দিবসে নিপীড়ন বিরোধী নারীমঞ্চের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

শহীদ জননী জাহানারা ইমামের ২৮ তম প্রয়ান দিবসে নিপীড়ন বিরোধী নারীমঞ্চ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে। ২৬ জুন বেলা ২ টায় কারমাইকেল কলেজের শহীদ জননী জাহানারা ইমাম ছাত্রী হলে নির্মিত মূর্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিপীড়ন বিরোধী নারীমঞ্চের আহবায়ক নন্দিনী দাস,সদস্য সচিব সানজিদা আক্তার, সদস্য সোনালী রায়,সুলতানা আক্তার প্রমুখ।নেতৃবৃন্দ বলেন,শহীদ জননীর সাহসী ও আপোষহীন নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের ফলে একাত্তরের ঘাতক-দালালদের বিচারের দাবি গণদাবিতে পরিণত হয়েছিলো। মরণব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে লড়তে লড়তেই শহীদ জননী জাহানারা ইমাম যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাজপথে নেমে এসেছিলেন, শুরু করেছিলেন নতুন এক যুদ্ধ। তাঁর নিষ্ঠা, অনমনীয় দৃঢ়তা ও অসাধারণ ব্যক্তিত্ব সে লড়াইয়ে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে একই মোহনায় মিলিত করেছিলো। নেতৃবৃন্দ , সকলকে শহীদ জননীর অপূরিত স্বপ্ন বাস্তবায়নের লড়াইয়ে শামিল হওয়ার আহবান জানান। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির আহ্বায়ক, একাত্তরের দুর্ধর্ষ গেরিলা যোদ্ধা শহীদ রুমি'র জননী জাহানারা ইমাম ১৯৯৪ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডেট্রয়েট শহরের সাইনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
Comments