সারাদেশ

কুড়িগ্রামে পাঞ্জেরী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক॥
পাঞ্জেরী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, রংপুরের উদ্যাগে বন্যা দুর্গত অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার কুড়িগ্রাম জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের মন্ডলের চর, ভগবিতর চর, ঝুনকার চর ও নাগেশ্বরী উপজেলার শান্তির চর এলাকার তিন শতাধিক পরিবারের মাঝে আলু, চাল, ডাল, চিড়া, স্যালাইন, ঔষধসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন পাঞ্জেরী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, রংপুরের সদস্যরা। এসময় সংগঠটির উপদেষ্টা বিপ্লব মিয়া, সভাপতি রুবেল আহমেদ, সাধারণ সম্পাদক সাহেব মিয়া, সদস্য আব্দুর রহিম, ফিরোজ, রকি,হাসান, তনু, সোয়ান, সাওন, বাপ্পি, মুশফিক, রবিউলসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঞ্জেরী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, রংপুরের উপদেষ্টা বিপ্লব মিয়া জানান, সংগঠনটি আর্ত-মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। তারা প্রতিটি দুর্যোগ কালীন সময়ে অসহায় দুস্থ ও গবীর মানুষদের পাশে ছিলেন। সেই ধারাবাহিকতায় কুড়িগ্রামের বন্যা দুর্গত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments