সারাদেশ

কালীগঞ্জে সুদে কারবারীদের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী, গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী হাসপাতালে ভর্তি

ঝিনাইদহ-
ঝিনাইদহ কালীগঞ্জে সুদে কারবারীদের অত্যচারে সর্বশান্ত হতে বসেছে কয়েক ইউনিয়নের মানুষ। ইতোমধ্যে সুদে টাকা পরিশোধ করতে না পেরে অত্যাচার নির্যাতনে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুরুতর আহত হয়ে ভর্তি হয়েছে জামাল ইউনিয়নের বড় তালিয়ান গ্রামের মোফাজ্জেল মন্ডলের ছেলে আক্তারুল হোসেন (৫০)। বৃহস্পতিবার বিকালে সুদের সাপ্তাহিক পাওনা পরিশোধে করতে না পারায় নাকোবাড়িয়া গ্রামের এক সুদখোর আক্তারুল কে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোর করে তুলে নিয়ে মারপিট করে আহত করে। এক পর্যায়ে শেষ সম্বল গোয়ালের থাকা গরু দিতে রাজি হলে নির্যাতন থেকে রক্ষা পায়। উপজেলার জামাল ইউনিয়নে ৫০ জনের অধিক এই সুদে কারবারীদের অত্যচারে অতিষ্ঠ এ অঞ্চলের সাধারন মানুষ। এদের অত্যচারে ভিটামাটি ছেড়েছেন অনেকে। এ সুদে কারবারীদের অবৈধ টাকার ব্যবসা পরিচালিত হয়ে থাকে এলাকার প্রভাবশালী ব্যক্তিবর্গের নিকট থেকে। এ বিষয়ে হাসপাতালে ভর্তি আক্তারুল হোসেন বলেন, ২০১৯ সালের শেষের দিকে ২ কিস্তিতে ১ লক্ষ ৬০ হাজার টাকায় সাপ্তাহিক সুদ ৭ হাজার টাকায় মৌখিক ভাবে চুক্তিবদ্ধ হয়। এভাবে দীর্ঘদিন ধরে আমি বাড়ির গরু, গাছগাছালি বিক্রি করে ৬ লক্ষ ৫০ হাজার টাকা দিলেও আসল টাকা শোধ করতে পারেনি। জামাল ইউনিয়নের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন জানান, আমি এগুলো প্রশয় দিই না।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments