সারাদেশ

ঝিনাইদহ আড়াই’শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের খবর প্রকাশের পর কাপড় ধোলাইয়ের কাজের কার্যাদেশ বাতিল

ঝিনাইদহ-
“দরপত্রের শর্ত ভঙ্গ করে ঝিনাইদহ আড়াই’শ বেড হাসপাতালের কাপড় ধোলাই করে কনষ্ট্রাকশন র্ফাম” শিরোনামে সংবাদ প্রকাশের পর ঝিনাইদহ আড়াই’শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কাপড় ধোলাইয়ের কাজের কার্যাদেশ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার এম আর ট্রেডিংয়ের কার্যাদেশ বাতিল করে নতুন করে দরপত্র আহবান না করা পর্যন্ত পুরাতন ঠেকাদারকে ধোলায়ের কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। ঝিনাইদহ আড়াই’শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্ব¡াবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম শুক্রবার এ তথ্য জানান। অভিযোগ ওঠে টেন্ডারের শর্ত ভঙ্গ করে হাসপাতালের কাপড় ধোলাইয়ের কাজ দেওয়া হয় এম আর ট্রেডিং নামে একটি কনষ্ট্রাকশন ফার্মকে। এ নিয়ে রোগীদের পাশাপাশি দায়িত্বরত নার্সরা চরম বিপাকে পড়েছেন। হাসপাতালের ময়লা বেডসীট ও বালিশের কভার পরিস্কার করে যথসময়ে সরবরাহ করতে ব্যার্থ হয় ওই ঠিকাদারী প্রতিষ্ঠান। এ নিয়ে বিক্ষুদ্ধ হয়ে রোগী ও তার স্বজনরা। নিরুপায় হয়ে ১০ ওয়ার্ডের নার্স ইনচার্জরা বিষয়টি তত্ত্ব¡াবধায়ককে লিখিত ভাবে জানান। বিষয়টি নিয়ে একাধিক দৈনিক পত্রিকায় ও অনলাইনে সংবাদ প্রকাশিত হলে হাসপাতালের তত্ত্ব¡াবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম কাপড় ধোলাইয়ের কাজের কার্যাদেশ বাতিল করেন। কার্যাদেশ বাতিল হওয়া ঠিকাদার মহিবুল্লাহ আগেই গনমাধ্যমকর্মীদের জানিয়েছিলেন, আমি এ কাজ সম্পর্কে কিছুই জানি না। আমার লাইসেন্স ব্যবহার করে এই কাজ করা হচ্ছে। তিনি বলেন হাসপাতালের ধোলাই কাজের সঙ্গে আমি জড়িত নয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments