সারাদেশ

নড়াইলে শিক্ষককে হেনস্তা ও সাভারে শিক্ষক হত‍্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ

ডেস্কঃসাভারে শিক্ষক উৎপল সরকারকে পিটিয়ে হত‍্যা, নড়াইলে শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে কথিত ধর্ম অবমাননার অভিযোগে নির্যাতন ও বরিশালে দুই শিক্ষককে হয়রানির প্রতিবাদে আজ ২ জুলাই শনিবার সকাল ১১ টায় স্থানীয় প্রেসক্লাব চত্বরে "নিপীড়নের বিরুদ্ধে রংপুর" উদ‍্যোগে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।
"নিপীড়নের বিরুদ্ধে রংপুর" এর সংগঠক সাবেক ছাত্রনেতা এডভোকেট পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন "নিপীড়নের বিরুদ্ধে রংপুর" এর সংগঠক এডভোকেট রায়হান কবীর,সালাউদ্দিন আহমেদ বাবু,নুরে আজম দীপু,নন্দিনী দাস,সবুজ রায়।
সমাবেশে সংহতি জানান রংপুর সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ‍্যাপক মোজাহার আলী,রংপুর আইনজীবী সমিতির বিজ্ঞ এডভোকেট জীতেন্দ্র নাথ বর্মন,এডভোকেট নিকুন্জ রায়,এডভোকেট মাসুম হাসান,এডভোকেট নরেশ সরকার প্রমুখ।
বক্তারা,কথিত ধর্ম অবমাননার ধোঁয়া তুলে একের পর এক শিক্ষকসহ সাধারণ মানুষকে হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। নড়াইলে শিক্ষককে অপদস্ত করা,সাভারে শিক্ষক খুন ও বরিশালে দুই শিক্ষককে হয়রানির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান।সেইসাথে শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার জন‍্য সরকারের নিকট জোর দাবি জানান।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments