সারাদেশ

ঘোড়াঘাট উপজেলায় ৩ ছিনতাইকারিকে পুলিশে সোপর্দ ২টি সিএনজি আটক॥

ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিনিধিঃ
ঘোড়াঘাট উপজেলায় যাত্রীবেশে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ৩ ছিনতাইকারিকে আটক করে পুুলিশে দেয় স্থানীয় জনতা। পুলিশ ছিনতাইকারিদের আটক করে ছিনতাই এর কাজে ব্যবহৃত দুটি সিএনজি আটক করেছে থানা পুলিশ।
২ জুলাই শনিবার দুপুর আড়াইটায় প্রকাশ্য দিবালোকে উপজেলার উচিতপুর চার মাথা মোড় নামক স্থানে এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃত ছিনতাকারিরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পুনারগাড়ি মুন্নাপড়ার মৃত দুলা গাছুর ছেলে মোঃ রন্জু গাছু (৩৮), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম সপোরহাটির মৃত আলাপ উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৩০) ও গোবিন্দগঞ্জ উপজেলার দূর্গাপুরের মোঃ নুরুন্নবীর ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩০)।
পুলিশ জানায়,পুলিশ কনস্টেবলের স্ত্রী খাতিজা আক্তার নামের এক নারী শিশু সন্তানসহ গত শনিবার সকাল সাড়ে ১০ টার সময় স্বামীর কর্মস্থল গাইবান্ধা থেকে নিজ বাবার বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিহার গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পলাশবাড়ীতে এসে অটোভ্যান যোগে ঘোড়াঘাট বাসস্ট্যান্ডে আসেন।পরে দুপুর ১২টায় অজ্ঞাত নামা এক সিএনজিতে চড়ে নিজ বাবার বাসার দিকে যান। ওই সিএনজিতে চালকসহ আরও দুইজন যাত্রী ছিল।পথিমধ্যে সিএনজিতে থাকা একজন যাত্রী তার পকেট থেকে সোনালী রংএর একটি সোনার বার দেখিয়ে বলে আপা আপনে এই স্বর্ণের বিস্কুট টা নিয়ে আপনার গলার চেইন টা দেন।তখন তাদের কথায় রাজি না হলে মহিলার কোলে থাকা শিশুকে জিম্মি করে শিশুটি খুন জখমের ভয়ভীতি দেখালে ওই মহিলা তার গলার সাত আনা ওজনের স্বর্ণের চেইনটি খুলে দেন।
যাত্রী বেশে ছিনতাই কারিরা মহিলাকে উপজোলার রাণীগঞ্জ বাজারে নামিয়ে দিয়ে দুটি সিএনজি নিয়ে তারা ভাতছালা রোডে দিকে যেতে থাকে।পরে মহিলার আর্ত চিৎকারে বাজারের লোকজন এগিয়ে আসলে মহিলা উক্ত ঘটনার বিবারণ জানান। উপস্থিত স্থানীয় জনতা মোবাইলের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিষয়টি অবগত করলে বেলা আনুমানিক ২টার সময় ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়নের উচিতপুর চার মাথা মোড় নামক স্থানে স্থানীয় জনতা সিএনজি ২টি আটক করে ছিনতাই কারিদের আটক করে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ আটক তিন জনকে উদ্ধার করে আটক করে। পুলিশ এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত দুটি সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে।
ঘোড়াঘাট থানার তদন্ত (ওসি)মমিনুল ইসলাম জানান,ভয়ভীতি প্রদর্শন করে ছিনিয়ে নেওয়ার অপরাধে তিন জনকে আটক করা হয়েছে। অজ্ঞাত নামা কয়েক জনকে আসামি করে ভূক্তভোগী নারী একটি এজাহার দায়ের করেছেন।ছিনতায়ের কাজে ব্যবহিত দুটি সিএনজি, নগদ বিশ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।আটক আসামিদেরকে গত রবিবার ঘোড়াঘাট থানা পুলিশ বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments