সাহিত্য

কোরবানি হোক মনের পশুটাও- মোঃ কাওছার

বছর শেষে এসে গেছে ঈদ
দিবো পশু কোরবানি
করবো এবার প্রমান আমি কতবড় ধনী,

আমার পশুটা হতে হবে
সবার চেয়ে দামী,
আমি যে এলাকাতে
সবার চেয়ে নামী ।

রাস্তা দিয়ে দেখবে লোকে
বলবে এটাই সেরা,
দাম বেশি না কম হয়েছে
চলবে দারুণ জেরা !

ফেসবুকেতে সেলফি দেবো
গরুর সাথে বসে,
কেউ দেবে হাত তালি আর
কেউ ফাটবে রোষে।

যে যেমনই ভাবুক আমায়
নয়তো সেটা চুরি,
লোক দেখানো স্বভাব আমার
এটাই আমার বাহাদুরি।

সব মাংস ভরবো ফ্রিজে খাবো একা একা,
পাশের বাড়িতে দেয়নি কোরবানি,
তা দেখা কি আমার ঠেকা ?

কিনছি আমি নতুন জামা,ঘুরবো উরাধুরা,
রাস্তার শিশুটি আছে জামা বিহীন,
তাতে আমার আর কি করা ?

আমার টাকা বেশি,এলাকার সবচেয়ে ধনী,
তাইতো হাটের বড় পশুটা দিচ্ছি কোরবানি।
 
"মনে রেখো,
ততক্ষণ হবে না কবুল তোমার কোরবানিটা,
যতক্ষণ না দিচ্ছো কোরবানি তোমার মনের পশুটা।"

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments