সারাদেশ

পীরগঞ্জে ঈদ উল আজাহায় ৪১ হাজার ২শত ১৩ পরিবার পাচ্ছে ভিজিএফ সহায়তা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ৪১২ মে. টন বরাদ্দকৃত চাল বিতরণ করা হচ্ছে। উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪১ হাজার ২১৩টি পরিবারের মধ্যে ১০ কেজি হারে চাল দেওয়া হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভিজিএফ’র চাল সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের অনুকুলে ছাড় করে ইউনিয়ন রিলিফ কর্মকর্তাদের উপস্থিতিতে সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হচ্ছে। ঈদুল আজহার আগেই চাল বিতরণ শেষ করার নির্দেশনা রয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় বলেন, এবারের ঈদে উপজেলার ৪১ হাজার ২১৩টি পরিবারের মধ্যে ভিজিএফ’র মাধ্যমে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের স্বচ্ছতার ভিত্তিতে তালিকা প্রনয়ণ করে চাল বিতরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। চাল বিতরণে কোন অনিয়ম হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments