September 08, 2024
সারাদেশ

শৈলকুপায় ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

ঝিনাইদহ-
ঝিনাইদহের শৈলকুপায় কুমার নদ থেকে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল আটক করতে উপজেলা প্রশাসন বুধবার বিকেলে অভিযান পরিচালনা করে। ভান্ডারীপাড়া থেকে বকশিপুর এলাকা পর্যন্ত চায়না জাল দিয়ে মাছ ধরে আসছিল এক শ্রেণির অমৎস্যজীবী ব্যক্তি। সেগুলোর অপসারন এবং কারেন্ট জাল জব্দ করে ও তা আগুনে পুড়িয়ে দেয়া হয়। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ বনি আমিন। এসময় অভিযানে আরো অংশ নেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার ও থানা পুলিশের সদস্যরা। এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) জানান, চলতি বর্ষা মৌসুমে কুমার নদে বিভিন্ন স্থানে অবৈধ চায়না জাল দিয়ে মাছ নিধনের খবর পেয়ে বকশিপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮০০ মিটার নিষিদ্ধ চায়না জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মাছের বংশ বিস্তার ও জলজ প্রানী রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ৮০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং চায়না জাল আটক করে তা জব্দ করা হয় এবং পরে তা পুড়িয়ে ফেলা হয়। এতে প্রায় ৩ লক্ষ টাকার জাল ও অন্যান্য সামগ্রী রয়েছে। তিনি আরও বলেন, নদীতে এসব অবৈধ কারেন্ট জাল আটকের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments