February 08, 2023
সারাদেশ

ফুলবাড়ীতে রেল ক্রসিংয়ে জনসাধারণের চলাচলে ওভার ব্রীজ অতি প্রয়োজন ॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ী উপজেলার রেলওয়ের রেলক্রসিংয়ের জায়গাটি ঝুঁকিপূর্ণ। দূর্ঘটনা হওয়ার সম্ভাবনা। জনসাধারণের চলাচলে সেখানে ওভারব্রীজ অতি প্রয়োজন। দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশন থেকে প্রায় ৭শত ফুট উত্তরে ফুলবাড়ী রেলস্টেশনের রেলওয়ের রেলক্রসিংয়ের একটি মাত্র স্থান। এই রেল গুমটি দিয়ে প্রতিদিন রংপুর থেকে ছেড়ে আসা এবং বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা যানবাহনগুলি একমাত্র ফুলবাড়ীর রেলক্রসিং রেলগুমটি দিয়ে যাতায়াত করে। প্রতিদিন মধ্যপাড়া থেকে পাথর বোঝাই শতশত ট্রাক এই রেলক্রসিং অতিক্রম করে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। ইতিপূর্বে এই রেলক্রসিংয়ে দুটি ট্রেন দূর্ঘটনার ঘটনা ঘটে। এতে পয়েন্টস্ম্যান ঘটনাস্থলেই নিহত হন। বর্তমান ট্রেন আসার ঘন্টা বাজলেই রেলক্রসিংয়ের রেলগুমটিতে নিরাপত্তা জনিত ২টি খুঁটি নেমে দেওয়া হয়। এতে পশ্চিম-পূর্ব দিকে শতশত যানবাহন জমা হয়। যানবাহন জমা হওয়ার কারণে যানজট বেঁধে যায়। দীর্ঘ সময়ের পর আস্তে আস্তে দু’দিক থেকে যানবাহন যাতায়াত করতে থাকে। কিন্তু রেলওয়ের রেলক্রসিংয়ের দুই ধারে রেলওয়ের জায়গা দখল করে দোকানপাট ও ভবন গড়ে তুলেছে। রেলওয়ের দুই সাইটে কোন জায়গা খালি নাই। রেলস্টেশনের ডিপার্টমেন্ট থেকে এদেরকে এককালীন লীজ দেওয়া হয়। লীজ নিয়ে তারা এই ভবন তৈরি করে। ফলে যানবাহনগুলি পারাপার হতে হিমশিম খাচ্ছে। এখানে একজন দায়িত্বরত গেইটম্যান থাকলেও সময়মত সঠিক দায়িত্ব পালন করতে না পারলে এখানে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে। বর্তমান রেলওয়ের ফুলবাড়ীর রেলক্রসিং রেল গুমটিটি অনিরাপত্তায় রয়েছে। এখানে উত্তর অথবা দক্ষিণ দিকে ওভারব্রীজ নির্মাণ করলে শহরের জনসাধারণ অনাসায়ে যাতায়াত করতে পারে। পূর্ব এবং পশ্চিম দিক থেকে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এই রেলক্রসিং পার হয়ে স্কুল কলেজে পড়াশুনা করতে যান। রেলওয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষ রেলক্রসিংটির বিষয়ে অবগত থাকলেও এখানে একটি ওভারব্রীজ করা অতি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কোন মাথাব্যাথা নেই। ফলে স্থানীয় বিভিন্ন সুধিজন জরুরী ভিত্তিতে এখানে একটি ওভারব্রীজ নির্মাণের জন্য রেলমন্ত্রীর আশুহস্তক্ষেপ কামনা করেছেন।  

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments