সারাদেশ
পীরগঞ্জে ঈদের ২দিন আগে জুম্মার নামাজের আগে প্রশাসনের উচ্ছেদ! ভেঙ্গে দেয়া হলো দেড় শতাধিক দোকান

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে পূর্ব সতর্কতা ছাড়াই ভেঙ্গে গুড়িয়ে দিলো প্রায় দেড় শতাধিক দোকান ঘর। শুক্রবার (৮ জুলাই) দুপুরে জুম্মার নামাজের আগে রায়পুর ইউনিয়নের রায়পুর বাজারে এ ঘটনা ঘটে। একমাত্র সহায় সম্বল ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে ঈদ আনন্দ বিলীন হয়ে গেছে ওই সব পরিবারগুলোর।
ভুক্তভোগীরা জানায়, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মীর মোহাম্মদ আল কামাহ্ তমালের নেতৃর্ত্বে বুলডোজার দিয়ে ওইসব দোকান ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এ সময় থানা পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন। এ সময় দোকান ঘরথেকে মালামাল সরানোর সুযোগ পর্যন্ত দেয়া হয়নি এমনঅভিযোগ দোকানদারদের।
রায়পুর ইউপি চেয়ারম্যান দুলাল চৌধুরী আক্ষেপ করে বলেন, আমার ইউনিয়নে এত বড় ঘটনা ঘটানো হলো অথচ আমি নিজেই জানি না। এতোগুলো পরিবারের ঈদ আনন্দ মাটি করে দেয়া হলো।
এ ব্যাপারে এসি ল্যান্ড মীর মোহাম্মদ আলকামাহ্ তমালের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
Comments