ধর্ম

তুরাগে উল্টো রথযাত্রা উদযাপিত

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ  সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপিত হয়েছে । নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছে সনাতন ধর্মালম্বীরা । শুক্রবার (৮ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে ধউর- আশুতিয়া  ইসকন মন্দির থেকে এই উল্টো রথযাত্রা শুরু হয় । রথযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায়  ধউর- আশুতিয়া ইসকন মন্দিরে গিয়ে শেষ হয় । রথের রশি টেনে উল্টো রথযাত্রার উদ্বোধন করেন ধউর- আশুতিয়া ইসকন মন্দিরের  সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শ্রী রতন চন্দ্র ঘোষ । এই  রথযাত্রায় এলাকার  বিপুল সংখ্যক সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন । এ সময়ে তারা রথের রশি টেনে ও নেচে-গেয়ে উৎসবে করেন । এদিকে গত ১ জুলাই রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়। রথ যাত্রার শুরুর নয় দিন পর উল্টো রথযাত্রা হবার কথা থাকলেও পবিত্র ঈদ উল আযাহ উপলক্ষে আগেই উল্টো রথযাত্রা উৎসব পালন করছে হিন্দু ধর্মাবলম্বীরা । হিন্দু ধর্মালম্বীদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, রথের দ্বিতীয়া তিথিতে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাতা এই তিন দেবতাকে পুরীর গুণ্ডিচা মন্দিরে জগন্নাথদেবের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় মহা ধুমধামে। আবার ৯দিন পর গুণ্ডিচা মন্দির থেকে পুরীর মন্দিরে ফিরিয়ে আনা হয়, তাই এই যাত্রাকে উল্টো রথ বা ফিরতি রথ হিসেবে সমাদৃত। তুরাগ থানার ওসি (অপারেশন) শেখ মফিজুল ইসলাম ও টি আই মিরাজ এর নেতৃত্বে, পুলিশ সদস্যদের একটি দল এই রথযাত্রাটির সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন ।   

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments