সারাদেশ
বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু'র দায়িত্ব গ্রহণ
খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ঃ বুধবার (৯ মার্চ ২০২২) সন্ধায় বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্যগণের দায়িত্ব গ্রহণ এবং সাবেক চেয়ারম্যান, ইউপি সদস্যগণদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের প্রতীক। তার নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, একটি পতাকা, একটি জাতি সত্ত্বা। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করতে একাত্তরের পরাজিত শক্তি ও ৭৫ এর খুনিদের প্রেতাত্মারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। তাই মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে কঠোর হস্তে দমন করতে হবে। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা তুলে দাঁড়াতে পেরেছে। প্রতিটি গ্রাম শহরে রুপান্তরিত হচ্ছে। রাস্তা-ঘাটের উন্নয়ন হচ্ছে। এক কথায় শেখ হাসিনা করোনা মহামারিতেও দেশের উন্নয়ন করে দেশকে অদম্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
ভোগনগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম।।
অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভোগনগর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু।
Comments