September 08, 2024
সারাদেশ

মেধা তালিকায় ৪০ তম স্থান পেলেও এম.বি.বি.বিএস কোর্স এ ভর্তির সুযোগ হলোনা পার্বতীপুরের ফারইয়াদ রেজার

আল মামুন মিলন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি
১ম বর্ষ এম.বি.বিএস.কোর্স ২০২১- ২০২২ শিক্ষা বর্ষে ভর্তির মেধা তালিকায় ৬৫.৫ নম্বর পেয়ে কমিউনিটিতে ৪০ তম স্থান পেলেও ভর্তির সুযোগ.মেলেনি পার্বতীপুরের ফারইয়াদ রেজার। সে ঢাকা কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ও লেবেল এবং একই বিশ্ববিদ্যালয় থেকে এ লেবেল সম্পুর্ন করে এম.বি.বি.এস কোর্স এ প্রতিযোগীতামুলকভাবে টিকে যায়। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ থেকে ভর্তির ফর্ম কিনেছিলেন রেজা। তালিকা অনুযায়ী সম্মিলিতভাবে জাতীয় মেধা তালিকায় ৮০ হাজার শিক্ষার্থীর মধ্যে ১১ হাজার ৯২৪ তম স্থান লাভ করে। রংপুর কমিউনিটি মেডিকেলে ৪০ তম স্থান লাভ করে এই মেধাবী শিক্ষার্থী ।
উল্লেখ্য, মেধাক্রম অনুযায়ী কমিউনিটি মেডিকেল কলেজ সহ বিভিন্ন বেসরকারী মেডিকেলে ভর্তি ফর্ম বিতরন শুরু হয়। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ কর্তপক্ষ ৬৫ জনের ফলাফল চুড়ান্ত করে ১৪ থেকে ১৭ জুলাই ভর্তির সময়সীমা বেধে দেয়। আজ( ১৭ জুলাই)রোববার ভর্তির শেষ দিন পর্যন্ত ভর্তির ডাক আসেনি ফারইয়াদ রেজার। তার রোল নম্বর ৪৭০০১৩৩। এদিকে শেষ দিনেও ভর্তির সুযোগ না পাওয়ায় ক্ষোভ ও হতাশা দেখা দেয় অভিভাবক মহলে। ফারইয়াদ রেজার পিতা রেজাউল করিম ক্ষোভ প্রকাশ করে জানান, কলেজ কর্তৃপক্ষের স্বজনপ্রীতির কারনে ছেলের এম.বি. বি.এস কোর্সে ভর্তির সুযোগ আজ অনিশ্চিয়তার মুখে পড়েছে। বিষয়টি নিয়ে এ সংবাদ পাঠানো পর্যন্ত রংপুর কমিউনিটি কলেজের ডিএমডি আশরাফুল আলম আল মামুন (০১৯২০৭৩০৬৭০) এই মোবাইল নম্বরে বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।      

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments