September 19, 2024
রাজনীতি

সফল রাজনৈতিক নেতার প্রতিচ্ছবি সাদেকুর রহমান সাদেক

নিজস্ব প্রতিবেদকঃ জনপ্রিয়তা মানুষের একটি বিশেষ গুণ । সমাজের সব মানুষ জনপ্রিয় হতে পারেনা । মনবিজ্ঞানী ডেল কার্নেগী তার ‘প্রতিপত্তি ও বন্ধুলাভ’ গ্রন্থে লিখেছেন জনপ্রিয় হতে হলে মানুষের বিশেষ কয়েকটি গুণ স্বভাবগতভাবে থাকতে হয় বা অর্জন করতে হয় । যেমন, মনোযোগ দিয়ে মানুষের কথা শুনতে হয়, কেবল নিজের বিষয় নিয়ে কথা না বলা, মানুষের সুখ-দুখে অংশগ্রহণ করা, অহেতুক তর্কযুদ্ধে না জড়ানো, গঠনমূলক সমালোচনা করা, অন্যের আশা-আকাঙ্খা পূর্ণ করে দেয়া ইত্যাদি গুণ থাকলে একজন মানুষ জনপ্রিয় হয় । কথাগুলো এ জন্যই উপস্থাপন করলাম যে, আজকে যাকে নিয়ে একটু আলোচনা সমালোচনা করতে চাই তিনি হচ্ছেন ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা আওয়ামী- স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনকারী ও তুরাগ যুব কল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক । যার মধ্যে উক্ত গুণাবলির অধিকাংশই বিদ্যমান আর এ কারণেই তিনি সমাজে হিন্দু-মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী-দরিদ্র সকল স্তরের মানুষের কাছে হয়ে ওঠেছেন সমান জনপ্রিয় । সমাজে দেখা যায় একজন আদর্শ কৃষক, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, রাজনীতিবিদ বা ব্যবসায়ী স্ব স্ব বিষয়ে পারদর্শী । তার পেশা ব্যতীত অন্য বিষয়ে একেবারে আনকোড়া । মনবিজ্ঞান বলে জীবনে চলার পথে সকল বিষয়েই দক্ষতা থাকা প্রয়োজন । আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেকের জীবন চলার পথে ব্যবসা, রাজনীতি, সমাজনীতি, পরিবার, লেখাপড়া, শিক্ষার প্রচার-প্রসার এমনকি সময়ক্ষণে রান্নাবান্না প্রায় প্রতিটি ক্ষেত্রেই আছে একটা পারঙ্গম দক্ষতা । বুদ্ধির বিচারে মানুষ দু-শ্রেণির, স্থুলবুদ্ধি ও সুক্ষ্মবুদ্ধি সম্পন্ন । আল্লাহর সৃষ্টিতে স্থুল বুদ্ধির মানুষের সংখ্যাই বেশি । সূক্ষ্মবুদ্ধির মানুষ খুবই বিরল এবং এরাই সমাজের করিতকর্মা পুরুষ । আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক তেমনই একজন মানুষ যার জীবনে চলার পথে শিক্ষা সংস্কৃতি রাজনীতি ক্রীড়া সমাজসেবা এমনকি সাংসারিক জীবনেও সূক্ষ্ম বুদ্ধির স্বাক্ষর রেখেছেন । মনীষী রুডিয়ার্ড ক্লিপিং বলেছেন--‘মানুষের প্রসংশার কিছু থাকলে তা আমরা এড়িয়ে চলি, আবার তারই নিন্দার কিছু পেলে মুখে খই ফুটাই । আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক একজন সফল অভিবাবক রাজনীতিবীদ, সমাজ হৈতষী সর্বোপরি একজন সফল স্বার্থক রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতিচ্ছবি । আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় সেই কিশোর বয়স থেকেই পারিবারিকভাবে, রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়েছে । তাইতো তিনি দলমত নির্বিশেষে হয়ে উঠেছেন তুরাগ থানার গণমানুষের আস্থা বিশ্বাস আর ভালোবাসার প্রতীক । যা একজন রাজনৈতিক নেতার রাজনৈতিক জীবনে বিরাট সাফল্য। ইতিমধ্যে এই নেতা তুরাগ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদের প্রার্থী হয়েছেন । আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেকের রাজনৈতিক ভিশন হচ্ছে এলাকার গণমানুষের ন্যায়সঙ্গত দাবি আদায় ও তাদের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে সম্পৃক্ত রাখা । এলাকার জনসাধারণের শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আনয়নে কাজ করা। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক অত্যন্ত সুশৃঙ্খলভাবে কাজ করে যাচ্ছেন বছরের পর বছর । একজন শিক্ষানুরাগী হিসাবে শিক্ষার প্রচার ও প্রসারে তার ভূমিকা সর্বজন প্রশংসনীয়। খেলাধুলায় অনেক দৃশ্যমান পদক্ষেপ নিয়েছেন যা যুব সমাজের কাছে প্রশংসনীয় । তুরাগ এলাকায় শান্তি শৃঙ্খলা নিশ্চিতে তার ভূমিকা দৃশ্যমান যা সকলের কাছে প্রসংসনীয় । তুরাগ এলাকার রাজনৈতিক আবহাওয়া, অর্থনীতি, সমাজনীতি কমিউনিটি উন্নয়ন সম্ভাবনা আগামীর কর্ম পরিকল্পনা মাতিয়ে রেখেই কাজ করে যাচ্ছেন । জনপ্রিয় এই নেতা ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে সম্মানিত ও সমাদৃত। অনেক চড়াই উৎরাইয়ের মধ্যে দিয়ে আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক তৈরি করে নিয়েছেন নিজের একটি ডায়নামিক রাজনৈতিক পরিম-ল যা তিনি শুরু করেছিলেন একজন ছাত্রলীগ নেতা হিসেবে। একজন প্রতিভাবান ছাত্রলীগ থেকে স্বল্প সময়েই আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে আবির্ভূত হন এবং পরবর্তীতে এই অঞ্চলের একজন বিশিষ্ট নেতা হন । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টান্ত অনুসরণ করে তারই যোগ্য মেয়ে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দল ও সরকারের একজন নিবেদিত দূত হিসাবে কাজ চালিয়ে যাচ্ছেন আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক । “একজন সত্যিকারের নেতা সব সময় ই একটি চমক রেখে দেন যা অন্যরা বুঝে উঠতে পারে না, কিন্তু তা ঠিকই জনসাধারণের আকৃষ্ট করে থাকে” আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেক শেষ নিঃশ্বাসে ও তার স্বপ্নের স্বপ্ন বাস্তবায়নের জন্য অবিস্মরণীয় হয়ে তুরাগ এলাকার গণমানুষের কাছে । কারণ রাজনীতি সমাজনীতি সামগ্রিক উন্নয়নে তার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে -দুর্নীতি শোষণমুক্ত অর্থনীতিতে স্বনির্ভর সোনার বাংলাদেশ গড়া। জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন জননেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সরকারের গৃহীত কর্মসূচীর সফল বাস্তবায়ন। সর্বপরি সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশপ্রেমে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য এমন একটি সুষম সমাজ দেশ জাতি প্রতিষ্ঠা পাক যা বিশ্বের কাছে একটি উদাহরণ হয়ে থাকবে ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments