সারাদেশ
পীরগঞ্জে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন করা হয়েছে।সকাল ১১টায় উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে একটি বনাঢ্য র্যলী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী।এতে বক্তব্য রাখেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান, মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মশিউর রহমান,উপজেলা সমাজসেবা অফিসার আরিফুর রহমান প্রমুখ।এতে বিভিন্ন দফতরের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Comments