জাতীয়

কমনওয়েলথ পার্লামেন্টারি এ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণ করলেন স্পীকার

ঢাকাঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ তাঁর কার্যালয়ে কমনওয়েলথ পার্লামেন্টারি এ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার্স সেক্রেটারিয়েট এর উদ্যোগে আয়োজিত " সিপিএ ১১০তম এনিভারসারি কম্পিটিশন ফর ইয়ুথ: হোয়াট উইল ইউর পার্লামেন্ট লুক লাইক ইন দ্যা নেক্সট ১১০ ইয়ার্স" শীর্ষক অনলাইন রচনা প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপ ক্যাটাগরিতে সিপিএ বাংলাদেশ ব্রাঞ্চ হতে বিজয়ী নশীন আবরেশি পিও'র হাতে পুরস্কার তুলে দেন। এসময় পুরস্কার বিজয়ীর পিতা রাকিবুল ইসলাম, মাতা সৈয়দা ইসমত আরা এবং পুরস্কার বিজয়ীর বোন রোমানা রেইন ডিউ।
স্পীকার বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারি এ্যাসোসিয়েশনের পক্ষ হতে পুরস্কার প্রাপ্তি দেশের জন্য গৌরবের বিষয়। এসময় স্পীকার পুরস্কার বিজয়ী নশীন আবরেশি পিও'কে আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করায় অভিনন্দন জানান এবং ভবিষ্যত জীবনের সফলতা কামনা করেন।
উল্লেখ্য, পুরস্কার হিসেবে সিপিএ থেকে একশত পাউন্ড এর চেক প্রদান করা হয়। প্রতিযোগিতায় কমনওয়েলথভুক্ত দেশসমূহের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments