রাজনীতি

তুরাগ থানা ও ৫২, ৫৩, ৫৪ নং ওয়ার্ড আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


মোল্লা তানিয়া ইসলাম তমাঃ  ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা ও এই থানার অন্তর্গত (ডিএনসিসির)”র ৫২, ৫৩ এবং ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । রবিবার (২৪শে জুলাই) বিকাল ৪টায় তুরাগের কামার পাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে, নেতৃবৃন্দদের সাথে নিয়ে জাতীয় সংগীতের সুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীগের সভাপতি বীরমুক্তিযোদ্বা শেখ বজলুর রহমান । তুরাগ থানা আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব মো, নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বীর- মুক্তিযোদ্বা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর- বিক্রম । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান কচি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)”র মেয়র মো, আতিকুল ইসলাম, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামীগের যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান, ঢাকা মহানগর উত্তর আওয়ামীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনিসুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামীগের কার্যকরী সদস্য মো, মহিবুল হাসান, ৫৪নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ, ৫২নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহম্মেদ, সংরক্ষিত ৫২,৫৩, ও ৫৪নং ওয়ার্ডের নারী কাউন্সিলর কমলা রানি মুক্তা, হরিরামপুর ইউনিয়ন আওয়ামীগের সভাপতি মো, আব্দুর রাজ্জাক মেম্বার, তুরাগ থানা আওয়ামী- স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো, সাদেকুর রহমান সাদেক, তুরাগ থানা আওয়ামী- যুবলীগের আহবায়ক নিত্য চন্দ্র ঘোষ, তুরাগ থানা জাতিয় শ্রমিকলীগের সভাপতি তৌকীর হাসান ইকবাল, তুরাগ থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুলতানা আক্তার পপি,  হরিরামপুর ইউনিয়ন আওয়ামীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আলহাজ মোঃ কফিল উদ্দিন, কৃষকলীগ নেতা নাসির উদ্দিন নাসিরসহ আওয়ালীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জাতীয় শ্রমিকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ এবং সহযোগি অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ । অনুষ্টানটি সঞ্চালনা করেন, তুরাগ থানা আওয়ামীগের সাধারন সম্পাদক এম ডি হালিম । এসময় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর- বিক্রম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত অপশক্তি আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে । তারা লাশ চায়, লাশের রাজনীতি করে, দেশকে অস্থিতিশীল করতে চায় । বিএনপি নেতাদের উদ্দেশে এসময় তিনি বলেন, যতই ষড়যন্ত্র করুন, কোনো লাভ নেই, নির্বাচনকে প্রতিহত করার ক্ষমতা আপনাদের (বিএনপির) নেই । বিএনপি আন্দোলনে মাঠে নামলে আওয়ামী লীগ রাজপথে তাদের ‘মোকাবিলা’ করবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা । তিনি বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের কথায় । আওয়ামী লীগ বা বিএনপির কথায় নির্বাচন হবে না । ফলে বিএনপি যতই লাফালাফি করুক কোনো লাভ হবে না। সংবিধান মেনেই এদেশে সব রাজনৈতিক দলকে রাজনীতি করতে হবে । বিএনপি নেতাদের উদ্দেশে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ষড়যন্ত্রের পথে হাঁটবেন না, গণতন্ত্রের পথে হাঁটুন । গণতন্ত্রের পথে হাঁটলে নির্বাচন কমিশনকে মানতে হবে । স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে । নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে । নির্বাচনকে ব্যর্থ করার, প্রতিহত করার ক্ষমতা আপনাদের (বিএনপির) নেই । বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথকে ভয় পায় না। এই দল রাজপথের দল । শেখ হাসিনার হাতে যতদিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ । দেশে স্বাধীনতাবিরোধী একটি মহল রয়েছে, তারা দেশের উন্নয়ন-অর্জন চায় না । তাদের বিষয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সচেতন থাকবে হবে ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments