February 25, 2024
সারাদেশ

ঝিনাইদহে বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

ঝিনাইদহ-
ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় বাসের ধাক্কায় জহির বিশ^াস (৬০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহির বিশ^াস হরিণাকুন্ডু উপজেলা শাখারীদহ গ্রামের মৃত দানেশ বিশ^াসের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে খুচরা মাছ ব্যবসায়ী জহির বিশ^াস বাইসাইকেল নিয়ে ঝিনাইদহ শহরে আসছিল। পথে চাকলাপাড়া তসলিম ক্লিনিকে সামনে এলে শহর থেকে পুরাতন হাটখোলাগামী তমা ডিলাক্স নামের একটি বাস তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments