September 20, 2024
সারাদেশ

রংপুরে ভূমিহীন ও গৃহহীন সংগঠনের ডিসি অফিস ঘেরাও এবং স্পিকার বরাবর স্মারকলিপি প্রদাণ

২৮ জুলাই২০২২ সকাল ১১টায় প্রচলিত আইন সংশোধন করে সিটি কর্পোরেশনের অকৃষি খাস জমিতে ভূমিহীনদের পুনর্বাসন,ভোজ্যতেল-চাল-ডাল-আটা- চিনিসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানো এবং, শ্রমজীবী-গরীব মানুষের জন্য আর্মি রেটে রেশনের দাবিতে ভূমিহীন ও গৃহহীন সংগঠন,রংপুর এর উদ্যোগে ডিসি অফিস ঘেরাও এবং স্থানীয় এমপি ও স্পিকার বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি পালিত হয়।রংপুর প্রেসক্লাব থেকে পাঁচ সহস্রাধিক মানুষের বিক্ষোভ মিছিল শুরু হয়ে ডিসি অফিস পৌঁছে ঘেরাও করে।ঘেরাও চলাকালে অনুষ্ঠিত সমাবেশে ভূমিহীন ও গৃহহীন সংগঠনের নেতা চানমিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূমিহীন ও গৃহহীন সংগঠনের উপদেষ্টা,বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু,সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু,শফিকুল ইসলাম,মীলা বেগম,রুপানা বেগম,মল্লিকা রানী,পরিতোষ রায়,মিনু বেগম,মোঃ লিয়ন খান,দুলাল মিয়া,কোহিনুর বেগম,আছিয়া বেগম,
বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলার আহ্বায়ক শাহিদুল ইসলাম সুমন,সদস্য জুবায়ের আলম জাহাজী,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগর কমিটির আহ্বায়ক সাজু বাসফোর প্রমূখ।নেতৃবৃন্দ বলেন বাসস্থান মানুষের মৌলিক অধিকার এবং তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।কিন্তু রাষ্ট্র সে দায়িত্ব পালন না করে উল্টো রেলের ধারে,খাসজমিতে যারা কোনরকম মাথা গোঁজার ঠাই করেছে তাদেরকে উচ্ছেদ করার হুমকি দিচ্ছে।হাইকোর্টের নির্দেশ অনুসারে পুনর্বাসন ছাড়া কোন বস্তি উচ্ছেদ করা যাবে না।এছাড়া কিছুদিন আগে সরকার ঘোষণা দিয়েছে কোন মানুষ গৃহহীন থাকবে না। গত তিনদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন "কোথাও ভূমিহীনের খবর পেলে আমাদের জানাবেন,আমরা বাসস্থান ও কাজের ব্যবস্থা করবো"।তাই এইসব ভূমিহীন,গৃহহীন মানুষকে অবিলম্বে পুনর্বাসন করতে হবে।নেতৃবৃন্দ আরও বলেন সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ ভীষণ সংকটে পড়েছে।অবিলম্বে সকল খাদ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমাতে হবে এবং আর্মিরেটে রেশনের ব্যবস্থা করতে হবে।নেতৃবৃন্দ আরও বলেন অবিলম্বে রংপুর সিটি কর্পোরেশনের সকল ভূমিহীনদের পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে আগামী সংসদ অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ঘেরাও করা হবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments